৳
‘হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ’-এর মাধ্যমে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে রচিত গ্রন্থাবলী নিয়মিত প্রকাশিত হচ্ছে, যা দেশ-বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে শতাধিক গুরুত্বপূর্ণ বই, পুস্তিকা ও দেওয়ালপত্র। এছাড়া বৃহৎ কলেবরে প্রকাশিত হয়েছে তাফসীরুল কুরআন ২৬ থেকে ৩০তম পারা, নবীদের কাহিনী-১ ও ২, সীরাতুর রাসূল (ছাঃ) ও ফৎওয়া সংকলন। ‘আরবী ক্বায়েদা’ ‘দ্বীনিয়াত শিক্ষা’সহ অন্যান্য পাঠ্যবই রচনা ও প্রকাশনার কাজ চলমান রয়েছে। চালু রয়েছে ‘বই বিতরণ প্রকল্প’। বর্তমানে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ তরজমাতুল কুরআনের কাজ চলছে। এছাড়া তাফসীর ও হাদীছের উপর বেশকিছু উচ্চতর গবেষণা প্রকল্প ‘হাদীছ ফাউণ্ডেশন গবেষণা বিভাগ’-এর তত্ত্বাবধানে চলমান রয়েছে। এতদ্ব্যতীত ‘প্রচারপত্র’ প্রকাশিত হয়েছে মোট ২১টি।
Copyright ©2018 Hadeeth Foundation Bangladesh. Tel : 0247-860861, Mob. 88-01770-800900, e-mail : hadithfoundationbd@gmail.com