home

call

email

প্রকাশকের নিবেদন

بسم الله الرحمن الرحيم

আলহামদুলিল্লাহ। কর্মীদের বহুদিনের দাবী পুরণ করতে পেরে  আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। কোন সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপদ্ধতি পরিষ্কারভাবে জানা না থাকলে মানুষ সে ব্যাপারে অন্ধকারে থাকে। তাই আমরা লিখিতভাবে বিষয়টি জনগণের নিকট তুলে ধরলাম। যদিও ইতিমধ্যেই আমাদের কর্মসূচী ও কর্মপদ্ধতি সবার নিকটে পরিষ্কার হয়ে গেছে এবং সেটাই প্রকৃত বিষয়, যা জনগণের হৃদয়পটে অংকিত থাকে।

মূলতঃ সমাজ সংস্কার ও সমাজ পরিবর্তনের মহতী লক্ষ্য নিয়েই ১৯৭৮ সালের ৫ই ফেব্রুয়ারী ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ এবং পরবর্তীতে ১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ যাত্রা শুরু করে। এর ‘গঠনতন্ত্র’ ও ‘কর্মপদ্ধতি’ লিখিত আকারে মওজূদ রয়েছে। এক্ষণে কিছুটা বিস্তৃত আকারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কি চায়, কেন চায় ও কিভাবে চায়? শিরোনামে বিষয়টি উপস্থাপিত হ’ল। আল্লাহ আমাদের সহায় হৌন!