home

call

email

প্রকাশকের নিবেদন

আল্লাহর অশেষ রহমতে আমরা ভারতের প্রখ্যাত আলেমে দ্বীন, মুনাযির, বক্তা ও সুলেখক মাওলানা আবূ যায়েদ যমীর রচিত ‘আহলেহাদীছ জামা‘আতের বিরুদ্ধে কতিপয় মিথ্যা অপবাদ পর্যালোচনা’ (جماعت اہل حديث پر الزامات كا جائزه) বইটি সম্মানিত পাঠকদের হাতে তুলে দিতে সক্ষম হ’লাম। ফালিল্লাহিল হাম্দ। ইতিপূর্বে মাসিক ‘আত-তাহরীক’-য়ে ধারাবাহিকভাবে (নভেম্বর’১৭-আগস্ট’১৮) পুস্তকটির বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে।

এ গুরুত্বপূর্ণ পুস্তকে সম্মানিত লেখক আহলেহাদীছ জামা‘আতের উপর আরোপিত অভিযোগ সমূহের জবাব সাবলীলভাবে ভাষায় চমকপ্রদভাবে প্রদান করেছেন। যুগে যুগে হকপন্থীদের উপর বাতিলপন্থীদের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে তারা আহলেহাদীছদের দাওয়াতী কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করতে সদা তৎপর। কিন্তু আহলেহাদীছ ওলামায়ে কেরামও দমবার পাত্র নন। তাঁরাও তাঁদের বক্তব্য ও লেখনীর মাধ্যমে বাতিলের প্রাসাদ ভেঙ্গে চুরমার করে দিয়ে আসছেন। অত্র পুস্তকটি যার একটি প্রকৃষ্ট উদাহরণ।

অত্র পুস্তকে মাননীয় লেখক মোট ১০টি গুরুত্বপূর্ণ অভিযোগের জবাব দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে এমন সংক্ষিপ্ত ও সারগর্ভ পুস্তকের কোন বিকল্প নেই। তাক্বলীদী গোঁড়ামিতে আকণ্ঠ নিমজ্জিত সমাজের কিছু ব্যক্তি অনবরত সাধারণ মানুষের কর্ণকুহরে যে বিষবাক্য ঢেলে যাচ্ছে তাতে সমাজে আহলেহাদীছ সম্পর্কে জনমনে প্রায়শই নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। ফলশ্রুতিতে লেখককে এ বিষয়ে কলম ধরতে বাধ্য হ’তে হয়েছে। লেখকের পর্যালোচনা এতটাই সহজবোধ্য ও সুখপাঠ্য হয়েছে যে, সাধারণ মানুষও এত্থেকে উপকৃত হ’তে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর সহকারী শিক্ষক তানযীলুর রহমান বইটি সুন্দরভাবে অনুবাদ করে এবং মারকাযের ভাইস প্রিন্সিপাল ও ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী ড. নূরুল ইসলাম এটির সম্পাদনা করে আমাদের কৃতজ্ঞতাভাজন হয়েছেন। বইটি সত্যানুসন্ধানী পাঠকের কাছে সমাদৃত হবে বলে আমাদের একান্ত বিশ্বাস।

এর মাধ্যমে আহলেহাদীছদের সম্পর্কে সমাজে প্রচলিত কিছু ভুল ধারণার অবসান হ’লে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা প্রদান করুন- আমীন!

সূচীপত্র

আহলেহাদীছ জামা‘আতের বিরুদ্ধে কতিপয় মিথ্যা অপবাদ পর্যালোচনা