home

call

email

অনুবাদকের নিবেদন

‘পাকিস্তানের আলবানী’ হিসাবে প্রসিদ্ধ খ্যাতিমান মুহাদ্দিছ ও মুহাক্কিক হাফেয যুবায়ের আলী যাঈ রচিত ‘জান্নাত কা রাস্তা’ (جنت  كا  راستہ) একটি সংক্ষিপ্ত অথচ মূল্যবান পুস্তিকা। এর পিডিএফ কপি ইন্টারনেটে পাওয়ার পর দ্রুত পড়ে ফেলি এবং অনুবাদের সিদ্ধান্ত গ্রহণ করি। অতঃপর তা মাসিক ‘আত-তাহরীক’-এ দুই কিস্তিতে (অক্টোবর-নভেম্বর ২০১৬) ‘জান্নাতের পথ’ শিরোনামে প্রকাশিত হয়। এক্ষণে ‘এক নযরে আহলেহাদীছদের আক্বীদা ও আমল’ শিরোনামে সেটি গ্রন্থাকারে প্রকাশিত হ’তে যাচ্ছে। ফালিল্লাহিল হাম্দ।

অত্র পুস্তিকায় সম্মানিত লেখক আহলেহাদীছদের আক্বীদা, উছূল বা মূলনীতি, আহলেহাদীছদের মর্যাদা, মুহাদ্দিছীনের মাসলাক, ছহীহায়েনের মর্যাদা, তাক্বলীদের অসারতা, ছালাতের বিভিন্ন মাসআলা-মাসায়েল প্রভৃতি বিষয়ে সাবলীল ভাষায় দলীলভিত্তিক আলোচনা পেশ করেছেন। সেকারণ পুস্তিকাটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। এটি কুরআন ও সুন্নাহর নিরপেক্ষ অনুসারী প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আশা করি।

মাসিক ‘আত-তাহরীক’-এর সম্মানিত সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের পরিচালক বন্ধুবর আহমাদ আব্দুল্লাহ ছাকিব পুস্তিকাটি এক নযর দেখে দিয়েছেন। সেকারণ আল্লাহ রববুল আলামীনের দরবারে তাঁদের জন্য উত্তম পারিতোষিক কামনা করছি। এই সাথে প্রকাশনা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পুস্তিকাটি পড়ে যদি একজন ব্যক্তিও হেদায়াত প্রাপ্ত হয় এবং আহলেহাদীছদের আক্বীদা ও আমল সম্পর্কে জনমনে সৃষ্ট অহেতুক বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির অবসান হয়, তাহ’লে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। আল্লাহর কাছে বিনীত প্রার্থনা তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করেন -আমীন!