আল্লাহর
অশেষ রহমতে আমরা সঊদী আরবের প্রখ্যাত ইসলামী বিদ্বান ও সুপ্রসিদ্ধ ফৎওয়া
ওয়েবসাইট www.islamqa.com-এর কর্ণধার মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ (জন্ম : রিয়ায, ১৯৬০ খৃ.)
রচিত ‘অন্তরের আমল সমূহ’ (سلسلة أعمال القلوب) সিরিজের ২য় পুস্তক
التوكل-এর বঙ্গানুবাদ ‘আল্লাহর উপর ভরসা’ সম্মানিত পাঠকদের হাতে তুলে দিতে
সক্ষম হ’লাম। ফালিল্লাহিল হাম্দ। ইতিপূর্বে মাসিক ‘আত-তাহরীক’-য়ে ধারাবাহিকভাবে (অক্টোবর-ডিসেম্বর ২০১৬ খৃ.)
পুস্তকটির বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে। এ গুরুত্বপূর্ণ পুস্তকে সম্মানিত
লেখক ‘তাওয়াক্কুল’ (আল্লাহর উপর ভরসা)-এর সংজ্ঞা, গুরুত্ব, উপকারিতা,
তাওয়াক্কুল পরিপন্থী কাজ, আল্লাহর উপর ভরসার কতিপয় ঘটনা প্রভৃতি বিষয়ে
সংক্ষেপে সুন্দরভাবে আলোকপাত করেছেন।
আল্লাহর উপর ভরসা মুমিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যমও বটে। আল্লাহর উপর ভরসাকে দ্বীনের অর্ধেক হিসাবে গণ্য করা হয়েছে। কারণ তাঁর উপর ভরসা ছাড়া কোন কাজই সুচারুরূপে সম্পাদিত হয় না। এজন্য যেকোন কাজ সমাধা করার জন্য প্রয়োজনীয় উপায়-উপকরণ অবলম্বন পূর্বক সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে হবে। তাহ’লে তিনি বান্দার জন্য সেই কাজ সহজসাধ্য করে দিবেন।
অন্যদিকে উপায়-উপকরণ অবলম্বন না করা তাওয়াক্কুল নয়; বরং তাওয়াক্কুলের ভান (تَوَاكُلٌ)। যেমন কোন ব্যক্তি জীবিকা অন্বেষণের কোন উপায় অবলম্বন না করে যদি ঘরে বসে থাকে তাহ’লে সেটি হবে তাওয়াক্কুলের ভান। এরূপ নিশ্চেষ্ট বসে থাকা ইসলাম সমর্থন করে না। এজন্য সূরা জুম‘আয় ছালাতের পর রিযিক অনুসন্ধানের জন্য যমীনে ছড়িয়ে পড়তে বলা হয়েছে। তবে উপায়-উপকরণ গ্রহণ জাগতিক নিয়ম-নীতি মাত্র। বান্দার ভাল-মন্দ, উপকার-অপকার একমাত্র আল্লাহর ইচ্ছাধীন এ দৃঢ় বিশ্বাস অবশ্যই পোষণ করতে হবে। নচেৎ ঈমান থাকবে না।
জনাব আব্দুল মালেক (ঝিনাইদহ) বইটি সুন্দরভাবে অনুবাদ করে আমাদের কৃতজ্ঞতাভাজন হয়েছেন। বইটি ‘হাদীছ ফাউন্ডেশন’ গবেষণা বিভাগ কর্তৃক সম্পাদিত ও পরিমার্জিত হয়েছে। বইটি সুখপাঠ্য হিসাবে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমাদের একান্ত বিশ্বাস।
এ বইয়ের মাধ্যমে আল্লাহর উপর ভরসার গুরুত্ব ও তাৎপর্য অবগত হয়ে মানুষ সকল কাজে তাঁর উপর যথার্থভাবে ভরসা করার শিক্ষা লাভ করলে আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা প্রদান করুন- আমীন!