home

call

email

প্রসঙ্গ কথা

মানুষ একে অপরের সাথে বিভিন্ন সম্পর্কে জড়িত। মানুষের মাঝের এই সম্পর্কের নাম হচ্ছে ‘আত্মীয়তা’। পরস্পরের সাথে জড়িত মানুষ হচ্ছে একে অপরের ‘আত্মীয়’। ব্যক্তি, পরিবার ও সমাজে আত্মীয়তার সম্পর্ক সর্বতোভাবে জড়িত। আত্মীয় ছাড়া পার্থিব জীবন অচল। আত্মীয়দের সহযোগিতা, সহমর্মিতা ও ভালবাসা নিয়েই মানুষ এ পার্থিব জীবনে বেঁচে থাকে। আর আত্মীয়তার সম্পর্ক বজায় না থাকলে জীবন হয়ে যায় নীরস, আনন্দহীন, একাকী ও বিচ্ছিন্ন। তাই পার্থিব জীবনে আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব অপরিসীম। এই অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেই আলোচ্য গ্রন্থে আলোকপাত করা হয়েছে। সেই সাথে আত্মীয়তার প্রকার, আত্মীয়তার সম্পর্ক রক্ষার হুকুম, গুরুত্ব, ফযীলত, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধির উপায়, সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে, যা পাঠকের উপকারে আসবে বলে আমাদের একান্ত বিশ্বাস।

আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ কবুল করুন এবং একে আমাদের নাজাতের অসীলা হিসাবে মঞ্জুর করুন-আমীন!

-বিনীত লেখক