home

call

email

প্রকাশকের নিবেদন

بسم الله الرحمن الرحيم

আল্লাহর অশেষ রহমতে আমরা সঊদী আরবের খ্যাতনামা আলেমে দ্বীন মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন (১৯২৯-২০০১ খৃ.) রচিত الإبداع في بيان كمال الشرع وخطر الابتداع বইটির বঙ্গানুবাদ ‘বিদ‘আত ও তার অনিষ্টকারিতা’ সম্মানিত পাঠকদের হাতে তুলে দিতে সক্ষম হ’লাম। ফালিল্লাহিল হাম্দ। ইতিপূর্বে মাসিক ‘আত-তাহরীক’-য়ে ধারাবাহিকভাবে (এপ্রিল-মে ২০১৩ খৃ.) পুস্তকটির বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে। এ গুরুত্বপূর্ণ পুস্তিকায় সম্মানিত লেখক ইসলামের পূর্ণাঙ্গতা, বিদ‘আতের অনিষ্টকারিতা, বিদ‘আতে হাসানাহর পক্ষে পেশকৃত দলীল সমূহের অসারতা প্রভৃতি বিষয়ে সংক্ষেপে সুন্দরভাবে আলোকপাত করেছেন। বিশেষতঃ বিদ‘আতে হাসানাহর পক্ষে পেশকৃত রাসূলুল্লাহ (ছাঃ)-এর বাণী مَنْ سَنَّ فِى الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً ও ওমর (রাঃ)-এর উক্তি نِعْمَتِ الْبِدْعَةُ هَذِهِ এর হৃদয় শীতলকারী জওয়াব দিয়েছেন। পরিশেষে গ্রন্থকার বিদ‘আতীদের প্রতি দরদমাখা নছীহত করেছেন এবং বিদ‘আত পরিহার করে সুন্নাতের পথে ফিরে আসার উদাত্ত আহবান জানিয়েছেন।

‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী মুহাম্মাদ আব্দুর রহীম (নওগাঁ) বইটি সুন্দরভাবে অনুবাদ করে আমাদের কৃতজ্ঞতাভাজন হয়েছেন। বইটি ‘গবেষণা বিভাগ’ কর্তৃক সম্পাদিত ও পরিমার্জিত হয়েছে। বইটি বিদগ্ধ পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমাদের একান্ত বিশ্বাস।

এ বইয়ের মাধ্যমে বিদ‘আতের ভয়াবহ পরিণাম অবগত হয়ে সকল প্রকার বিদ‘আত হ’তে বিরত থাকার শিক্ষা লাভ করলে আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা প্রদান করুন- আমীন!

-প্রকাশক