home

call

email

প্রকাশকের নিবেদন

بسم الله الرحمن الرحيم

আল্লাহর অশেষ রহমতে আমরা সঊদী আরবের ইমাম মুহাম্মাদ বিন সঊদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘উছূলুদ্দীন’ অনুষদের ‘আক্বীদা ও সমকালীন মতবাদ সমূহ’ বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস রচিত اعتقاد الأئمة الأربعة أبي حنيفة ومالك والشافعي وأحمد-এর অনুবাদ ‘চার ইমামের আক্বীদা (ইমাম আবূ হানীফা, মালেক, শাফেঈ ও আহমাদ)’ বইটি সম্মানিত পাঠকবৃন্দের হাতে তুলে দিতে সক্ষম হ’লাম। ফালিল্লাহিল হাম্দ

অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পুস্তকে মাননীয় লেখক তাওহীদ, তাক্বদীর, ঈমান, ছাহাবায়ে কেরাম ও ইলমুল কালাম সম্পর্কে মুসলিম বিশ্বের প্রসিদ্ধ চার ইমাম আবূ হানীফা, মালেক, শাফেঈ ও আহমাদ (রহঃ)-এর আক্বীদা দলীল-প্রমাণসহ সংক্ষেপে আলোচনা করেছেন।

মুসলিম জীবনে বিশুদ্ধ আক্বীদার গুরুত্ব অপরিসীম। এটি ইবাদত কবুলেরও অন্যতম শর্ত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘নিশ্চয় আল্লাহ তা‘আলা কোন আমল কবুল করবেন না, যদি তাঁর জন্য তা খালেছ হৃদয়ে ও তাঁর সন্তুষ্টির জন্য করা না হয়’ (নাসাঈ হা/৩১৪০)

মুসলিম সমাজে নানাবিধ ভ্রান্ত আক্বীদা প্রচলিত আছে। যেমন আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান, মুহাম্মাদ (ছাঃ) নূরের তৈরী, ঈমানের হ্রাস-বৃদ্ধি ঘটে না, ‘যত কল্লা তত আল্লাহ’ প্রভৃতি। অথচ কুরআন মাজীদ ও ছহীহ হাদীছে এর কোন ভিত্তি নেই। এগুলি অবশ্যই পরিত্যাজ্য।

জনাব আব্দুল মালেক (ঝিনাইদহ) বইটি সুন্দরভাবে অনুবাদ করেছেন। বইটি ‘হাদীছ ফাউন্ডেশন’ গবেষণা বিভাগ কর্তৃক সম্পাদিত ও পরিমার্জিত হয়েছে। বইটি সুধী পাঠকবৃন্দের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমাদের একান্ত বিশ্বাস।

এ বইয়ের মাধ্যমে মানুষের মধ্যে আক্বীদা বিশুদ্ধকরণের চেতনা জাগ্রত হ’লে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং সম্মানিত লেখক, অনুবাদক ও প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা দান করুন-আমীন!

-প্রকাশক

সূচীপত্র