home

call

email

প্রকাশকের নিবেদন

প্রখ্যাত উর্দূ সাহিত্যিক ও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর মাওলানা আব্দুল গাফফার হাসান রচিত ‘দ্বীন মেঁ গুলু’- পুস্তিকাটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। বিগত শতাব্দীতে মুসলিম সমাজে চলমান জনপ্রিয় আধ্যাত্মবাদী ছূফী ইসলামের বিপরীতে ছহীহ আক্বীদা সম্পন্ন ইসলামী আন্দোলন জোরদার হবার পর থেকে জনমানুষের মধ্যে প্রকৃত ইসলাম সম্পর্কে যথেষ্ট সচেতনতা বেড়েছে। ফলশ্রুতিতে ব্যক্তি ও সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের মৌলিক আক্বীদা ও আমলের প্রতিষ্ঠাদানের তাকীদ উচ্চকিত হচ্ছে ধীরে ধীরে। কিন্তু ভিন্ন দিকে কিছু কিছু মানুষের মধ্যে দ্বীনী বিষয়াবলী নিয়ে এমনকিছু চিন্তাধারাও তৈরী হয়েছে বা হচ্ছে যা অনেকটা বাড়াবাড়ির পর্যায়ে পড়ে যায়। যাকে একটি ভারসাম্যপূর্ণ জীবনবিধান হিসাবে ইসলাম কখনও প্রশ্রয় দেয় না। কেননা আখেরে তা মানুষকে ইসলামের সঠিক উদ্দেশ্যের বিপরীত দিকে নিয়ে যেতে পারে। এজন্য দ্বীন পালন করতে গিয়ে ব্যক্তির ধর্মীয় ও সামাজিক আচরণে যেন কোন প্রকার অস্বাভাবিকতা বা বাড়াবাড়ি সৃষ্টি না হয়, সে বিষয়টিই লেখক অত্র গ্রন্থে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। উর্দূতে প্রকাশিত এ গ্রন্থটি সাবলীল বাংলা ভাষায় অনুবাদ করে বাংলাভাষী পাঠকদের অশেষ উপকার সাধন করেছেন মাসিক ‘আত-তাহরীক’-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। এজন্য তিনি বিশেষ প্রশংসার দাবীদার। এছাড়া তিনি পাঠকের সুবিধার্থে কুরআনের আয়াত ও হাদীছের তথ্যসূত্র উল্লেখসহ প্রয়োজনীয় টীকা সংযোজন করেছেন। আল্লাহ তাঁকে জাযায়ে খায়ের দান করুন।

‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ থেকে পুস্তিকাটি প্রকাশ করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। বিজ্ঞ পাঠক সমাজের নিকট এটি গ্রহণীয় ও সমাদৃত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বইটি প্রকাশে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের নিকট আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাদেরকে উত্তম পারিতোষিকে ভূষিত করুন-আমীন!

-প্রকাশক