১৯৮৬
সালের অক্টোবরে ছোট্ট পকেট সাইজ পুস্তিকা আকারে বইটি প্রথম বের হয়। তখনকার
বিরূপ পরিবেশে পুস্তিকাটি ব্যাপক প্রভাব ফেলে। ২০০০ সালের ফেব্রুয়ারীতে ৫ম
সংস্করণের পর থেকে এতে আর হাত দেওয়া হয়নি। এবারে হাতিয়া, নিঝুম দ্বীপ,
মনপুরা প্রভৃতি বঙ্গোপসাগরের দ্বীপ সমূহে (৭-১০ই মার্চ’১৯) সাংগঠনিক শিক্ষা
সফরের অভিজ্ঞতায় পুস্তিকাটি পুনঃসংস্করণের ও ব্যাপকভাবে প্রচারের চাহিদা
সৃষ্টি হয়।
বর্তমান সংস্করণে কিছু নতুন তথ্য সংযোজিত হয়েছে। যা জ্ঞানের স্বচ্ছ দুয়ার খুলে দেবে ও বিদ‘আতমুক্ত জীবন যাপনে মুমিনকে আরও বেশী উদ্বুদ্ধ করবে বলে আশা করি। যারা ছাদাক্বায়ে জারিয়াহ করতে চান, তারা ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ প্রকাশিত বই ও পুস্তিকা সমূহ প্রচারের জন্য সংগঠনের ‘বই বিতরণ প্রকল্পে’ সহযোগিতা প্রেরণ করুন। ইনশাআল্লাহ এই ছাদাক্বা কবরের উত্তাপ নিভিয়ে দিবে (ছহীহাহ হা/৩৪৮৪)।
পরিশেষে অত্র বই প্রকাশে ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের সংশ্লিষ্ট ও সহযোগী সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদেরকে ইহকালে ও পরকালে উত্তম জাযা দান করুন- আমীন!