بسم الله الرحمن الرحيم
মানব
সমাজে শান্তি ও শৃংখলা বিনষ্টকারী দুরারোগ্য মনোব্যাধির নাম ‘মাল ও
মর্যাদার লোভ’। দুনিয়াবী কোন ঔষধ দিয়ে এ রোগ সারানোর উপায় নেই। কেবল
তাক্বদীরে বিশ্বাস ও আল্লাহর উপর তাওয়াক্কুলই এর একমাত্র মহৌষধ। এবিষয়ে মাসিক আত-তাহরীক-এর দরসে হাদীছ কলামে (১৯/৭ সংখ্যা, মার্চ ২০১৬)
নিবন্ধটি প্রকাশিত হয়। পরে এটি ২০১৮ সালের ফেব্রুয়ারীতে হাফাবা কর্তৃক
প্রথম প্রকাশিত হয় (৩২ পৃষ্ঠা)। বর্তমান সংস্করণে বিষয়বস্ত্তটি আরও পরিণত
হয়েছে। যা জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে ইনশাআল্লাহ। খোলা মনে পাঠ করলে এর
মাধ্যমে আল্লাহর রহমতে অনেকে উক্ত ব্যাধি থেকে মুক্তি পাবেন বলে আশা করি।
পরিশেষে অত্র বইটি প্রকাশে ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের সংশ্লিষ্ট ও সহযোগী সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সেই সাথে দীন লেখকের ও তার মরহূম পিতা-মাতা, পরিবারবর্গ ও সন্তান-সন্ততিদের জন্য অত্র লেখনী পরকালীন নাজাতের অসীলা হৌক, এই প্রার্থনা করছি- আমীন!
নওদাপাড়া, রাজশাহী বিনীত
২৮শে অক্টোবর ২০২১ বৃহস্পতিবার। -লেখক।