home

call

email

প্রকাশকের নিবেদন

بسم الله الرحمن الرحيم

আল্লাহ মানুষকে সর্বোত্তম মানবিক মূল্যবোধ দিয়ে সৃষ্টি করেছেন। যা তাকে পশুর মূল্যেবোধ থেকে পৃথক করেছে। কিন্তু মানুষের এই মূল্যবোধ সর্বদা উঠানামা করে। সেকারণ সে কখনো ফেরেশতার উপরে ওঠে। আবার কখনো পশুর চাইতে নিম্নস্তরে নেমে যায়। ফলে তার মাধ্যমে সমাজ বিপর্যস্ত হয় ও জীবন অশান্তিময় হয়। এক্ষণে এই মূল্যবোধ কিভাবে সদা জাগ্রত থাকে এবং যেকোন পরিবেশে দৃঢ় থাকে, সে বিষয়ে নির্দেশনা দিয়ে মাসিক আত-তাহরীক (২০ তম বর্ষ /১১-১২ সংখ্যা আগষ্ট-সেপ্টেম্বর ২০১৭)-এর ‘দরসে কুরআন’-এর নিয়মিত কলামে মাননীয় লেখকের একটি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করে আমরা সম্মানিত লেখকের মাধ্যমে তা পরিমার্জিত করে বই আকারে প্রকাশ করলাম। খোলা মনে পাঠ করলে এর মাধ্যমে আল্লাহর রহমতে অনেকের মানবিক মূল্যবোধ জাগ্রত ও উজ্জীবিত হবে বলে আমরা আশা করি।

আল্লাহ মাননীয় লেখক এবং তাঁর পিতা-মাতা ও পরিবারবর্গকে এবং প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে ইহকালে ও পরকালে সর্বোত্তম জাযা দান করুন- আমীন!

সূচীপত্র