home

call

email

প্রসঙ্গ কথা

একজন সত্যিকার মুসলমানের সতত সাধনা থাকে দিন-রাত ইসলামী বিধান মোতাবেক অতিবাহিত করার। তার প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি সময় ইসলাম প্রদত্ত বিধি-বিধানের আলোকে পরিচালিত হয়। যাতে সে দ্বীন ও দুনিয়া সর্বত্র কামিয়াবী ও সফলতা লাভ করে এবং সুখে-শান্তিতে জীবন কাটাতে পারে। গৃহ প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নে‘মত। মানুষ সেখানে জীবন যাপন করে এবং পরিবার-পরিজনের সাথে বসবাস করে। তাই মানব জীবনে ঘর-বাড়ীর গুরুত্ব ও উপকারিতা ফুটপাত, রাস্তা ও রেলওয়ে স্টেশনে বসবাসকারী উদ্বাস্ত্তদের প্রতি খেয়াল করলেই অনুধাবন করা যায়। একজন মুসলমান কিভাবে বাড়ীতে প্রবেশ করবে, কিভাবে বাড়ী থেকে বের হবে, বাড়ীতে কিভাবে থাকবে, কিভাবে জিনিসপত্র রাখবে এবং বাড়ীতে কি কি কাজ করবে প্রভৃতি বিষয়ের বিশদ বিবরণ রয়েছে কুরআন ও হাদীছে। এজন্য যদি আমরা আমাদের বাসগৃহকে ইসলামী শিক্ষা ও বৈশিষ্ট্য দ্বারা সুশোভিত করি তাহ’লে আমাদের গৃহসমূহ একেকটি সুখ-শান্তি ও নিরাপত্তায় ভরপুর আলয়ে পরিণত হবে। সেই সাথে আমাদের সন্তানরা সহজেই ইসলামী শিক্ষার উপরে গড়ে উঠবে।

ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা মাসিক আত-তাহরীকে এটি ২০১৭ সালের অক্টোবর সংখ্যায় ‘ইসলামী বাড়ীর বৈশিষ্ট্য’ শিরোনামে প্রকাশিত হয়। পাঠকের উপকারার্থে নিবন্ধটি বৃহৎ কলেবরে বই আকারে ‘মুমিনের বাসগৃহ কেমন হবে?’ শিরোনামে প্রকাশিত হ’ল। বইটির মাধ্যমে যদি কোন পাঠক উপকৃত হন, তবেই আমাদের শ্রম স্বার্থক হবে। আল্লাহ রাববুল আলামীন এই বইটির সংকলকসহ প্রকাশনার সাথে জড়িত সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন!