home

call

email

বিদ‘আতের সংজ্ঞা

আভিধানিক অর্থে- البدعةُ هى كُلُّ ما أحدَثَ على غيرِ مثالٍ سابِقٍ ‘ঐ সকল নতুন সৃষ্টি, যার কোন পূর্ব দৃষ্টান্ত নেই’। শারঈ অর্থে-

البدعةُ هِىَ الطَّرِيْقَةُ الْمُخْتَرَعَةُ فِى الدِّيْنِ تُضَاهِى الشَّرِيْعَةَ يُقْصَدُ بِهَا التَّقَرُّبُ إِلَى اللهِ وَلَمْ يَقُمْ عَلَى صِحَّتِهَا دليلٌ شَرْعِىُّ صحيحٌ أَصْلاً اَوْ وَصَفًا-

‘আল্লাহর নৈকট্য হাছিলের উদ্দেশ্যে ধর্মের নামে নতুন কোন প্রথা চালু করা, যা শরী‘আতের কোন মূলগত বা গুণগত ছহীহ দলীলের উপরে ভিত্তিশীল নয়’।[1] পারিভাষিক অর্থে সুন্নাতের বিপরীত বিষয়কে বিদ‘আত বলা হয়’।


[1]. সলীম হেলালী, আল-বিদ‘আহ (আম্মান, আল-মাকতাবাতুল ইসলামিইয়াহ, ১ম সংস্করণ ১৪০৪/১৯৮৪) ৬ পৃ.।