home

call

email

প্রকাশকের নিবেদন

 প্রকাশকের নিবেদন

বিগত ১৯৮৬ সালের ২২শে অক্টোবর বুধবার রাজশাহী শহরের রাণীবাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর তিনদিন ব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন’৮৬ উদ্বোধন করতে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব অধ্যাপক মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব যে অমূল্য ভাষণ প্রদান করেন, অত্র পুস্তিকাটি তারই অনুলিপি।

ভাষণটির শেষে কর্মী ও সুধীবৃন্দের মৌলিক তিনটি প্রশ্নের যে উত্তর তিনি দিয়েছিলেন, সেটি ‘তিনটি মতবাদ’ নামে পৃথক বই আকারে প্রকাশিত হয়েছে। বই দু’টি ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য পথনির্দেশ হিসাবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস। তাঁর সারগর্ভ ভাষণটি প্রকাশ করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।

উল্লেখ্য যে, ১৯৭৮ সালের ৫ই ফেব্রুয়ারী ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ প্রতিষ্ঠার পর থেকে মাদরাসা মুহাম্মাদীয়া আরাবিয়া, ৭৮ উত্তর যাত্রাবাড়ী, ঢাকা ছিল সংগঠনের কেন্দ্রীয় অফিস। ১৯৮০ সালের ১২ই সেপ্টেম্বর তিনি যাত্রাবাড়ী থেকে চলে এলে কেন্দ্রীয় ঠিকানা হয়, মাদরাসাতুল হাদীছ, ৯৪ কাজী আলাউদ্দীন রোড, ঢাকা-১। অতঃপর ১৯৮৪ সালের ৩০শে মে রাজশাহীতে কেন্দ্র স্থানান্তরিত হ’লে ঠিকানা হয় রাণীবাজার মাদরাসা মার্কেট (৩য় তলা)। অতঃপর ১৯৯৬ সালের ১৯শে মে হ’তে অদ্যাবধি কেন্দ্রীয় ঠিকানা হ’ল আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া (আমচত্বর), বিমান বন্দর রোড, রাজশাহী।

আল্লাহ আমাদেরকে তাঁর দ্বীনের সত্যিকারের মুজাহিদ হিসাবে কবুল করুন এবং ‘আহলেহাদীছ আন্দোলন’কে তার বিশুদ্ধ গতিপথে পরিচালনার তাওফীক দান করুন- আমীন!