بسم الله الرحمن الرحيم
আল্লাহর
অশেষ রহমতে আমরা সঊদী আরবের প্রখ্যাত ইসলামী বিদ্বান ও সুপ্রসিদ্ধ ফৎওয়া
ওয়েবসাইট www.islamqa.com-এর কর্ণধার মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ (জন্ম : রিয়ায, ১৯৬০ খ্রিঃ) রচিত الأساليب النبوية في التعامل مع أخطاء الناس -এর বঙ্গানুবাদ ‘ভুল সংশোধনে নববী পদ্ধতি’ বইটি সম্মানিত পাঠকদের হাতে তুলে দিতে সক্ষম হ’লাম। ফালিল্লাহিল হাম্দ। ইতিপূর্বে মাসিক ‘আত-তাহরীক’-এ ধারাবাহিকভাবে ৯ কিস্তিতে (জানুয়ারী-সেপ্টেম্বর ২০১৬) পুস্তকটির বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে।
গুরুত্বপূর্ণ এ পুস্তকে সম্মানিত লেখক মানুষের ভুল-ত্রুটি সংশোধনে রাসূলুল্লাহ (ছাঃ) কর্তৃক অনুসৃত পদ্ধতি প্রামাণ্য দলীল-প্রমাণসহ সংক্ষেপে সাবলীল ভাষায় আলোচনা করেছেন।
ভুল-ত্রুটি মানুষের স্বভাবজাত। জ্ঞাত বা অজ্ঞাতসারে মানুষ মাত্রই ভুল করে থাকে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘প্রত্যেক আদম সন্তান ভুলকারী। আর সর্বোত্তম ভুলকারী সেই, যে তওবা করে (তিরমিযী হা/২৪৯৯; মিশকাত হা/২৩৪১)। ভুলের মধ্যে নিমজ্জিত মানুষের ভুল সংশোধন করে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ (ছাঃ)-এর মুখনিঃসৃত বাণী الدِّينُ النَّصِيحَةُ ‘কল্যাণ কামনাই দ্বীন’ এর মধ্যে ভুল সংশোধন অন্তর্ভুক্ত। মানুষকে নছীহত করা এবং তার ভুল সংশোধনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) স্থান-কাল-পাত্র ভেদে সেসব পদ্ধতি অবলম্বন করেছিলেন এবং তা ফলপ্রসূ হয়েছিল। সুতরাং আমরা সেসব পদ্ধতি অবলম্বন করলে তা কার্যকর ফল বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ।
জনাব আব্দুল মালেক (ঝিনাইদহ) বইটি সুন্দরভাবে অনুবাদ করে আমাদের কৃতজ্ঞতাভাজন হয়েছেন। বইটি ‘হাদীছ ফাউন্ডেশন’ গবেষণা বিভাগ কর্তৃক সম্পাদিত ও পরিমার্জিত হয়েছে। বইটি সুখপাঠ্য হিসাবে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমাদের একান্ত বিশ্বাস।
এ বইয়ের মাধ্যমে মানুষের মধ্যে ভুল শুধরানোর উপলব্ধি জাগ্রত হৌক আমরা সেটাই আশা করি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং সম্মানিত লেখক ও প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা প্রদান করুন- আমীন! -প্রকাশক